মডিউল-২ কুইজ এর উত্তর
Beach Girl Picture (Click here)
প্রশ্ন-১ঃ করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সর্বনিম্ন কতক্ষণ সময় ধরে হাত ধুতে হবে? ক) ১০ সেকেন্ড খ) ২০ সেকেন্ড গ) ৩০ সেকেন্ড ঘ) ১ মিনিট ঙ) ৫ মিনিট |
প্রশ্ন-২ঃ হাত ধোবার জন্য নিচের কোনটি ব্যবহার করা যাবে? ক) ০.৫% ক্লোরিন সলিউশন খ) ৭% এলকোহল সলিউশন গ) সাবান পানি ঘ) ব্লিচিং সলিউশন ঙ) এলকোহল সমৃদ্ধ হ্যান্ড স্যানিটাজার |
প্রশ্ন-৩ঃ হাত ধোবার পর পানির কল/ট্যাপ কিভাবে বন্ধ করতে হবে? ক) ভেজা হাত দিয়ে খ) শুকনো হাত দিয়ে গ) টিস্যু/ একবার ব্যবহারযোগ্য কাপড়/তোয়ালে দিয়ে ঘ) সাধারণ তোয়ালে দিয়ে ঙ) বাম হাত দিয়ে |
প্রশ্ন-৪ঃ হাঁচি/কাশি আসলে কি করবেন? ক) হাতের তালু দিয়ে নাক-মুখ ঢাকবেন খ) মুখ এক পাশে নিয়ে হাচি/কাশি দেবেন গ) টিস্যু/রুমাল ব্যবহার করে পকেটে রাখবেন ঘ) গামছা বা তোয়ালে ব্যবহার করবেন ঙ) টিস্যু বা কাপড় ব্যবহার করে ঢাকনাযুক্ত পাত্রে ফেলে দেবেন |
প্রশ্ন-৫ঃ নিচের কোন ব্যক্তির মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই? ক) সুস্থ ব্যক্তি খ) যিনি বিগত ১৪ দিনের মাঝে বিদেশে ভ্রমণ করেন নি গ) সুস্থ ব্যক্তি যার ভ্রমণ ইতিহাস নেই বা ভ্রমণ ইতিহাস আছে এমন ব্যক্তি বা অসুস্থ ব্যক্তির সংস্পর্শে আসেন নি ঘ) বিদেশ থেকে এসেছেন কিন্তু রোগ লক্ষণ নেই ঙ) কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির পরিবারবর্গ বা সংস্পর্শে যাচ্ছেন এমন ব্যক্তি |
প্রশ্ন-৬ঃ সার্জিক্যাল মাস্ক পাওয়া না গেলে কি করবেন? ক) কাপড়ের মাস্ক কিনে নেবেন খ) মাস্ক ব্যবহার করবেন না গ) পপলিন কাপড় দিয়ে মাস্ক বানিয়ে নেবেন ঘ) পপলীন কাপড় তিন পরত দিয়ে ভাজযুক্ত মাস্ক বানিয়ে নেবেন ঙ) এন-৯৫ মাস্ক ব্যবহার করবেন |
প্রশ্ন-৭ঃ ব্যবহৃত টিস্যু/রুমাল/কাপড় কি করবেন? ক) ফেলে দেবেন খ) পলিথিন ব্যাগে ফেলবেন গ) ঢাকনাযুক্ত পাত্রে আলাদা পলিথিন ব্যাগে ফেলে গিট দিয়ে রাখবেন ঘ) পুড়িয়ে ফেলবেন ঙ) টয়লেটে ফ্ল্যাশ করে দেবেন |
প্রশ্ন-৮ঃ ক্লোরিন সলিউশন বানাতে কি ব্যবহার করবেন? ক) চুন খ) হাইপোক্লোরেট সলিউশন গ) ক্লোরহেক্সিডিন ঘ) প্রতি লিটার পানিতে ১ চামচ ব্লিচিং পাউডার ঙ) স্যাভলন |
বি.এম.ডি.সি নম্বর (নিচের বক্সের জন্য শুধুমাত্র সংখ্যা প্রযোজ্য) সার্টিফিকেট পেলাম নাম্বার কই পামু?
নম্বরের ব্যপারে muktopaath.gov.bd সাইট কিছুই জানায়নি।
আচ্ছা এই সার্টিফিকেট দিয়ে,, আমাদের কি লাভ হবে,,কেউ কি জানাবেন,,,,!!
কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনি যখন এই সার্টিফিকেটটি অর্জন করার জন্য থিওরি গুলো পড়েছেন তখনি আপনি এই জিনিসটি সম্পর্কে জেনেছেন বা জ্ঞ্যান অর্জন করেছেন ইহাইতো অনেক লাভ।