Muktopaath Covid-19 Quiz Answer
মডিউল-৩ কুইজের উত্তর
প্রশ্ন-১ঃ এখন পর্যন্ত পাওয়া তথ্যের ভিত্তিতে কোভিড-১৯ এ আক্রান্ত কত শতাংশ মানুষের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাবার দরুন হাসপাতালে ভর্তি হবার প্রয়োজন হতে পারে? ক) ২০% খ) ১৫% গ) ১০% ঘ) ১৪% ঙ) ৫% |
প্রশ্ন-২ঃ নিচের কোনটি কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু ঝুঁকি বাড়ার কারন নয়? ক) বার্ধক্য খ) শিশু গ) দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা (ইমিউনো কম্প্রোমাইজড) ঘ) ডায়াবেটিস ও হৃদরোগ ঙ) ধূমপান বা অন্যান্য কারনে ফুসফুসের কার্যকারীতা কমে যাওয়া |
প্রশ্ন-৩ঃ নিচের কোন ক্ষেত্রে সন্দেহভাজন রোগী হিসেবে বিবেচনা করা যাবে? ক) জ্বর/সর্দি/কাশি/শ্বাসকষ্ট থাকলে খ) বিদেশি কারও সংস্পর্শে আসলে বা দেখা হলে গ) চীন ও ইটালি থেকে আসা কারও সাথে দেখা হলে ঘ) জ্বর/সর্দি/কাশি/গলাব্যাথা/শ্বাসকষ্ট ও সন্দেহভাজন ভ্রমণ ইতিহাস থাকলে ঙ) বিদেশ থেকে ফিরে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির আত্নীয় |
প্রশ্ন-৪ঃ কোভিড-১৯ ল্যাব পরীক্ষার জন্য কোনটি করবেন? ক) সরাসরি আইইডিসিআর এ চলে আসবেন খ) কোভিড-১৯ এর জন্য নির্ধারিত আইসোলেশন সেন্টারে যাবেন গ) ৯৯৯ এ ফোন করবেন ঘ) ৩৩৩ এ ফোন করবেন ঙ) নির্ধারিত হটলাইনে ফোন করবেন |
প্রশ্ন-৫ঃ কোভিড-১৯ এর ল্যাব পরীক্ষার ক্ষেত্রে নিচের কোনটি সত্য- ক) বিশেষভাবে বায়োসেফটি নিশ্চিত করা ল্যাবরেটরি প্রয়োজন খ) রিয়েল টাইম পিসিআর দ্বারা যেকোন ল্যাবরেটরিতে করা যেতে পারে গ) চিকিৎসক যেকোন রোগীকে সরাসরি ল্যাব পরীক্ষার জন্য পাঠাতে পারেন ঘ) রিয়েলটাইম পিসিআর দ্বারা পরীক্ষা করা হয় ঙ) পরীক্ষাটি সর্দি/কাশি/জ্বরে আক্রান্ত যেকোন রোগীর করার উচিত। |
বি.এম.ডি.সি নম্বর (নিচের বক্সের জন্য শুধুমাত্র সংখ্যা প্রযোজ্য) সার্টিফিকেট পেলাম নাম্বার কই পামু?
নম্বরের ব্যপারে muktopaath.gov.bd সাইট কিছুই জানায়নি।
আচ্ছা এই সার্টিফিকেট দিয়ে,, আমাদের কি লাভ হবে,,কেউ কি জানাবেন,,,,!!
কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনি যখন এই সার্টিফিকেটটি অর্জন করার জন্য থিওরি গুলো পড়েছেন তখনি আপনি এই জিনিসটি সম্পর্কে জেনেছেন বা জ্ঞ্যান অর্জন করেছেন ইহাইতো অনেক লাভ।