মডিউল-৬ কুইজের উত্তর
১. কোয়ারেন্টাইনের মাধ্যমে আলাদা রাখা হয়- ক. অসুস্থ ব্যক্তিদের খ. অসুস্থতার অল্প লক্ষণযুক্ত ব্যক্তিদের গ. সুস্থ ব্যক্তিদের ঘ. গুরুতর অসুস্থতার লক্ষণযুক্ত ব্যক্তিদের |
২. নিচের কোনটি আইসোলেশন? ক. সুস্থ ব্যক্তিকে অসুস্থ ব্যক্তিদের থেকে আলাদা রাখা খ. অসুস্থ ব্যক্তিকে সুস্থ ব্যক্তিদের থেকে আলাদা রাখা গ. সুস্থ ব্যক্তিদের চলাফেরায় নিষেধ আরোপ ঘ. অসুস্থ ব্যক্তিদের বাধ্যতামূলকভাবে আইসিইউ-তে রাখা |
৩. নিচের কোনটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিধি (আইএইচআর -২০০৫) এর আর্টিকেল ৩২-এর নির্দেশনায় প্রযোজ্য নয়? ক. যে সব দেশে কোভিড-১৯ এর স্থানীয় সংক্রমণ ঘটেছে সে সব দেশ থেকে যে সব যাত্রী এসেছেন এবং আসবেন খ. ১৫ দিন স্বেচ্ছা গৃহ কোয়ারেন্টাইন পালন গ. মাস্ক পরে থাকাকালীন এটি হাত দিয়ে ধরা থেকে বিরত থাকার দরকার নেই ঘ. সাবান-পানি ব্যবহারের পর টিস্যু দিয়ে হাত শুকনো করে ফেলা উচিৎ |
কোভিড-১৯ এর ক্ষেত্রে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের জন্য নিচের কোন উপদেশ প্রযোজ্য? ক. অত্যাবশ্যকীয় প্রয়োজনে মাস্ক ব্যবহার করে বাড়ি থেকে বের হওয়া যাবে খ. বুকের দুধ খাওয়ান এমন মা শিশুকে বুকের দুধ খাওয়াতে পারবেন না গ. মাস্ক ব্যবহারের পর ঢাকনাযুক্ত ময়লার পাত্রে ফেলতে হবে ঘ. প্রতিবার হাত ধোয়ার সময়কাল অন্তত ২৫ সেকেন্ড |
কোয়ারেন্টাইনে আছেন, এমন ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদের জন্য পালনীয় নির্দেশ- ক. দীর্ঘমেয়াদী রোগ (ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার ইত্যাদি) নেই, এমন ব্যক্তি পরিচর্যাকারী হিসেবে নিয়োজিত হতে পারেন খ. আত্মীয়-স্বজনের সাথে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে দেখা করতে দেয়া যাবে গ. ঘরের মেঝে, আসবাবপত্রের সকল পৃষ্ঠতল, টয়লেট ও বাথরুম প্রতিদিন অন্তত তিনবার পরিষ্কার করতে হবে ঘ. গ্লাভস পরার আগে হাত ধোয়া অত্যাবশ্যকীয় নয় |
বি.এম.ডি.সি নম্বর (নিচের বক্সের জন্য শুধুমাত্র সংখ্যা প্রযোজ্য) সার্টিফিকেট পেলাম নাম্বার কই পামু?
নম্বরের ব্যপারে muktopaath.gov.bd সাইট কিছুই জানায়নি।
আচ্ছা এই সার্টিফিকেট দিয়ে,, আমাদের কি লাভ হবে,,কেউ কি জানাবেন,,,,!!
কমেন্ট করার জন্য ধন্যবাদ। আপনি যখন এই সার্টিফিকেটটি অর্জন করার জন্য থিওরি গুলো পড়েছেন তখনি আপনি এই জিনিসটি সম্পর্কে জেনেছেন বা জ্ঞ্যান অর্জন করেছেন ইহাইতো অনেক লাভ।